এখন একা একা বাঁচতে চাইছে মানুষ
তবে কি ছোট থেকে জেনে এসেছি উল্টো...
অল্প হলে ও আনন্দ ভাগ করে নাও ...
দেখবে বেড়ে গেছে।
দুঃখটাও ঠিক তেমনি করো বিভাজন...
দেখবে কমে গেছে।
তেমনি করেছিলাম... আনন্দ বিতরণ।
এতদিনের চেনা মানুষটা বলে দিল নির্দ্বিধায়
-তোমাদের আনন্দ তোমাদের কাছেই
রেখে দিলেই পারতে। আমাদের দিকে দিলে কেন?
উত্তর দিতে পারিনি...
কিছুক্ষনের জন্য বাকযন্ত্র নীরব হয়ে ছিল।
নীল আকাশটা নিমেষে কালো ধোঁয়ায় ভরে গেল;
ভাতের স্বাদে কেমন যেন পোড়া মানুষের গন্ধ।
শুভ ভাতৃদ্বিতীয়ার আনন্দ আলোয় কে যেন
একরাশ শোকের কালি ঢেলে দিল।
হৃদয়ের প্রকোষ্ঠতে অকস্মাৎ শূন্যতার লু...
জীবন্ত অথচ মৃতদের মতন
একের পর এক ছবি দেয়ালে টাঙিয়ে চলেছি।