রাজা ঠাণ্ডাঘরে খোশ মেজাজে দিব্যি সুখে থাকে
ফেলে ছড়িয়ে ঘুমায় আর ঘি দিয়ে ভাত মাখে
লাখো টাকার রোদ চশমায় গরিবিয়ানা মাপে
ভাবেন চলছে যেমন চলুক কে আর অত খাটে।
রাজা রাস্তায় নেমে আসেন ঘরে ঘরে ভিক্ষা করেন
কপালে তিলক মাথায় টুপি বড় অনুগত হয়ে যান ।
গুরু গর্জনে তর্জনী তুলে বলেন সুদিন এনে দেবেন
সিংহাসনে বসলেই রাজা নিমেষেই সব ভুলে যান।
এসব হোল বুজরুকী আর ভণ্ডামি যেন বেড়াল তপস্বী
চুরি চামারি মাছ মাংসে অরুচি তাই তিনি মৌনী ঋষি।
দেশ যদি যায় যাক ধাপায় মিডিয়া থাকুক ঘিরে রাজায়
নিরপত্তায় ধ্যানে তিনি মরে যদি যায় মরুক হাজার চাষি।