পাথরে পাথরে ঠোকাঠুকি আগেও ছিল
এখন হচ্ছে , তোমাতে আমাতে বর্ণে বর্ণে
শীত বাড়ছে আশঙ্কা কি হয় হয়
ভয়ের আতঙ্ক মেরুদণ্ড উপত্যকায়
কেউ কেউ রুটি সেঁকে নেয় দাবানলে
কেউ চোখের জলে আগুন নেভায়
রক্তের দাগ কিছুতেই মোছেনা।
আত্মায় যারা বসত করে
তারা ও আজ পর;
বাসা বুনতে না পারার দোষ
বয়ে নিয়ে বেড়ায় সঙ্গিতজ্ঞ কোকিল।
নাবিক আর কতক্ষন উজান বয়তে পারবে!
চোখ বোজা কিছু আছে তারাই বড় বিচক্ষন।
বুঝে বুঝে নিচ্ছে সব চক্রবৃদ্ধি হারে
যতটুকু যা পাওয়ার।
বাদ বাকি যাক সব উচ্ছন্নে উপবাসে।
আমি থাকি আমার উত্তর পুরুষ থাকুক
ফেলে ছড়িয়ে আদরের চাদরে।