কতবার হ্যাংলার মত
চেয়ে চেয়ে তোমায় দেখেছি;
কোথা থেকে নিয়ে আসো
ওই সব সর্বনাশের কথাকলি
কি অপরূপ তাঁর চলার ছন্দ
বলার ভঙ্গীতে বনলতা যেন ফিরে আসে।
বিকেলবেলার রোদ্দুর কেমন করে
জানি হয়ে যায় আয়েশি একটা বিড়াল।
গা ঘেঁসে ঘেঁসে এসে বসে
সন্ধ্যাবেলার আদর কুড়িয়ে নিতে চায়।
ভালো থেকো দেখা হবে
সাগরবেলার নোনা বালির চরে।
সাগর গভীর চোখদুটোতে
সাদা রঙের পাল তুলে দিয়েছিলে;
আমি নাবিক সাম্পান ভাসালাম
অথই জলে তোমায় নিবিড় পেতে।
লুকোচুরি খেলছ বুঝি সাথে
এক নিমেষে হারিয়ে গিয়েছিলে,
বেলাভুমির সবুজ ঝাউয়ের বনে।
কথা ছিল চড়ুইভাতির দিনে
আসবে তুমি হলুদ রঙের শাড়িতে।
এঁটো কাঁটা ছড়িয়ে ছিটিয়ে
একে একে সবাই ফিরে গেছে
সূর্যটাকে তখনি সমুদ্র গিলে খেল।
তবু, আবার যদি ইচ্ছা হয় ডেকে নিও
আবার আসব ফিরে এই নোনা বালির চরে।