অফুরান যত সম্ভার অভিধান শব্দ ভাণ্ডার
এসো এসো কথা এসো এসো যত দুর্বার
যারা চলে গেল তারা অতীত ফিরবেনা আর
গেছে কালের অতলে পালা এবার তোমার।
শব্দের রান্নাঘরে পাঁচফোড়নে শব্দ পোড়ে
হয়তো প্রবিত্র আগুনে সে নব ব্যঞ্জন গড়ে
রকে রকে শব্দ ছিল, এখন মোড়ে মোড়ে
ভয়ের আবরনে নিত্য হোঁচটে ঘুরে মরে।
তুমি কি ছিলে সব রাত দখলের মিছিলে
ধ্বনি তুলেছিলে? স্লোগান গলায় নিয়েছিলে
চলতে চলতে যে শব্দে প্রতিবাদ রচেছিলে
গান হয়ে গিয়েছিল, সে গান তুমি গেয়েছিলে।
পিতৃপক্ষ শেষ দেবীপক্ষের নব সুচনায়
আহা কি আনন্দ আলো এই আকাশময়
তবু কে যেন কাঁদে কাশবনের উদাত্ত দোলায়
নির্বাক ধ্বনিতে বুঝি তিলোত্তমার বিচার চাই।