দিন বদলাচ্ছে তুমি কী টের পাচ্ছনা
তুমি আগের মতন গোঁজ হয়ে দাঁড়িয়ে আছ
পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি খুঁড়ছ।
দিন যত গড়াচ্ছে তুমি ততই পিছিয়ে পড়ছ
একে ওকে তাকে বলছ দিন এগিয়ে যাচ্ছে।

দেখছনা শহরের মিনারে রক্ত মেঘের ভিড়
ওরা ভীষণ ভয়ংকর ঢেউএর জন্য সংগবদ্ধ
পাখীর নীড় থেকে দলে দলে আসছে নাগরিক
খবর দ্রুত ছুটে যাচ্ছে পৃথিবীর সব প্রান্তে
নজর রাখচে আপামর সব আলোর দিশারী।

প্রিয়দর্শিনীদের লাঠি নৃত্যে তুমি ভীষণ পারদর্শী
সে কথা বিশ্বাস করেছে স্বর্গের কিন্নর কিন্নরীরা
মর্তের কচিকাঁচারা দানা ছেড়েছে বিচার আশায়
পথ করেছে ঘর মানবেনা জোরজুলুম আর অনাচার
যমদূত খোঁজ নেয় বারবার ওরা চায় দশ অবতার।