একে একে দুই
এদেশটাকে খেয়ে নেব শুধু তুই আর মুই
দেদার দখল সকল কাজে নেইকো ভুল কোন কিছুই।
দুয়ে দুয়ে চার
আমার ইচ্ছাতে সব কিছু হয় বিয়োগে হয় শূন্য
দান খয়রাতে রাজ কিনেছি সবাই বলছে ধন্য ধন্য।
তিনে তিনে ছয়
গুণ দিলে হয় নয় গড়মিলেতে অনেক রঙমিলান্তি হয়
অঙ্কে ভীষণ পটু দোষ ঢাকতে তাঁর রেখেছি হাত মাথায়।
চারে চারে আট
জানতাম বজ্রআঁটুনি ফস্কা গেরো ভাগ দিলে সেই শূন্য
গোরায় গলদ জেনেও চিৎকার করি নিজে বাঁচার জন্য।
পাঁচে পাঁচে দশ
দৃষ্টি ঘুরিয়ে দিতে প্যাঁচে প্যাঁচে ডেকেছি রাতে গরু মোষ
হাড়ে হাড়ে পাচ্ছি টের জানি নন্দঘোষের নয়কো দোষ।
ছয়ে ছয়ে বারো
মা বাবা আর পরিবার পড়শিরা সব বেঁকে বসেছে আরো
একী জ্বালা ঘুষ নেয়নি মেয়ের বাবা বাঁশের চেয়ে কঞ্চি দরো।
সাতে সাতে চোদ্দ
অং বং চং এ নয় পদ্য এযে দারুন দহন কঠিন গদ্য
বুঝছিনা কোন দিকেতে ঘুরবে মোড় কি হবে সার অদ্য।
আটে আটে ষোল
কি জানি কি সব হয়ে গেলো সব ঘেঁটে 'ঘ' এলো মেলো
মনে হচ্ছে এবার বুঝি সাঙ্গ হবে খেলা মিছিলের ঝড় এলো।
নয়ে নয়ে আঠেরো
পেটমোটা সব রক্ষকগুলো কেমন যেন অকর্মার ঢেঁকী
দিল্লী থেকে কিনেছি আইন আমিই আসল বাকিটা মেকি।
দশে দশে বিষ
ছোবলে নেই বিষ তাই বলে ফোঁস করতে দোষ কোথায়
শান্তি নেই মিছিলে মিছিলে জেরবার বল আমি যাই কোথায়।