ছোট্ট চড়ুই হতে পারি
ছোট্ট ডানায় উড়তে পারি।
ছোট্ট চাওয়ায় স্বর্গ গড়ি
বাঁচতে রোজই লড়াই করি।
ছোট্ট চড়ুই হতে পারি
ছোট্ট স্বপ্ন দেখতে পারি।
তোমাদের ঘরে বসত গড়ি
কিচির মিচির ডাক ছাড়ি ।

ছোট্ট চড়ুই হতে পারি
দিন দুনিয়ায় অভাব ভারী।
কষ্টে খাবার জোগাড় করি
স্বাধীন চেতার জীবন গড়ি।
ছোট্ট চড়ুই হতে পারি
দুই তিনেতে ঝগড়া করি।
দিন ফুরালেই কাছে আসি
মিলে মিশে ভাব আর আড়ি।

ছোট্ট চড়ুই হতে পারি
কম চাহিদা নেই জারিজুরি।
তোমরা ভীষণ করো মারামারি
কথায় কথায় প্রাণ কাড়াকাড়ি।
লুপ্তপ্রায় প্রাণী হতে পারি
তবু খাঁটি কথা বলতে পারি।
এই পৃথিবী  যদি বাঁচাতে চাও
বাঁচো বাঁচাও নয়লে হবে মহামারী।