যেতে যেতে পথে একলা রাতে
দেখি কেউ নেই আমাদের সাথে;
অথচ যারা ছিল সাথে পূর্ণিমা আনাতে
হারিয়ে গেছে অভিমানে অমা রজনীতে।
উনি বলেছিলেন আমাদের জন্য
অঝোর ধারার বৃষ্টি এনে দেবে।
আমাদের মাঠ পুকুর খাল বিল
আবার নতুন জীবন ফিরে পাবে।
বুঝতে পারিনি কি করে লুকিয়ে ছিল
মুখের মিষ্টি হাসিতে মৃত্যুর ফাঁদ।
দলে দলে ভুল করেছি স্বর্ণ হরিণে
সেটাই ছিল আমাদের চরম অপরাধ।
বৃষ্টি এখন তাঁহাদের ঠাণ্ডা ঘরে
চব্য চোষ্য পানে আপোষে আয়েশ করে।
আমরা কি তবে এমনি করেই ভেসে যাব
সোনার বাংলা ছেড়ে দূর দেশান্তরে?