ওরা এখন আমার থেকে অনেক দূরে দূরে
দেখা যায়না বিনাতারে বাঁধা থাকত
চক্রাবত রয়ে যেত হাসি কান্নায়
সুখে অসুখে জলপট্টি পথ্য রাত জাগায়।
এতদিন পর এতটা পথ হেঁটে এসেছি
সাথে সাথে দেশে বিদেশে হাতে হাত রেখে।
এখন ওরা উড়তে পারে শিমুল তুলোর মতন
যে বাসায় জন্ম সেটাকে ভুলতে পারে
বিনিসুতার বাঁধন নিষ্ঠুর ভাবে ছিঁড়তে পারে
আমার শরীরের পালকগুলো ক্রমশ হাল্কা হয়
বুকের গভীরে অন্ধকার চুয়ে চুয়ে পড়ে
একলা ঘরে পড়ে আছি মন কেমনের সাথে।
থাক থাক ওরা ভালো থাকুক উষ্ণতায়
শীত লাগছে নকশিকাঁথায় সে শীত ভাঙেনা
ফুল গাছগুলোয় কুঁড়ি আসে বটে ফোটেনা
শোষক পোকার আক্রমনে ঝরে ঝরে পড়ে
ঝকঝকে একটা সকালের অপেক্ষা
জানলা দিয়ে যদি চকচকে রোদ্দুর আসে।