যখন কেউ পেটেতে মারবে লাথি
তখন চুপচাপ করে থেকো না সাথী ।
ঝড়ের মতন রুখে দাঁড়াও।
শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে চিৎকার জুড়ে দাও
ভয় জাগানো তীব্র ভাষায় সাবধান করে দাও,
মানবনা এই বন্ধ্যা নীতি এখুনি ফিরিয়ে নাও।
বুকের পাঁজরে কষ্ট দিয়েছ, চোখের কানাচে জল
এসব দিয়ে তোমার ঘরে রোজ রোজ আলো জ্বালাও ।
দিনে দিনে জীর্ণ শীর্ণ করে তুমি খুব কি আরাম পাও
এবারে এসেছি ঐকতানে দেখি কিভাবে ফিরাও।
যেভাবে ছিলাম আমরা সবাই সেভাবেই থাকতে দাও।
যদি মনে করো রক্ত শূন্যতায় মরেছি আমরা সবাই
তুমিও মরবে জেনো নষ্ট হওয়া ফসলের কান্নায়।
অহংকার যে পতনের মুলকথা হয়তো গিয়েছ ভুলে
তাই নেমে এসো এই রাজপথে শোষণ যন্ত্র ফেলে।
যেভাবে ছিলাম আমরা সবাই সেভাবেই থাকতে দাও।