চিৎকার করে ছেলেটা বলছে
যেটা হচ্ছে বা হয়ে চলেছে সেটা ঠিক নয়
সময় এসেছে নতুন করে ভাবতে হবে
প্রজন্মের পর প্রজন্ম এমন চললে
অরণ্যের সবুজ হারিয়ে যাবে
পাঁকে পরিপূর্ণ নদী মজে যাবে
আকাশ থেকে আর বৃষ্টি ঝরবেনা।
হৃদয়ের দেশ স্তব্ধ হবে যথেষ্ট রক্ত সংবহনে;
জীবন প্রানবায়ুর অভাবে ঠিকানা হারাবে।
একটু ভাবুন... আবার একবার ভেবে দেখুন
চুপ করে থাকবেন কেন?
বলতে আপনাকে হবেই।
আজ না হোক কাল পরশু বলতেই হবে।
তারপর একটা অচেনা শব্দ
প্রানবন্ত গাছ যেন মাটিতে পড়ে গেল
একটা তীক্ষ্ণ আর্তনাদে গাছের পাখীরা উড়ল
ফোঁটা ফোঁটা রক্তের রক্তিম আল্পনা
রাজপথ যেন কল্পনায় পৃথিবীর ছবি আঁকছে।
যারা দেখছিল মর্মর মূর্তির মতন স্তব্ধ।
যারা যাবার চোখ বন্ধ করে চলে গেল
কেউ কেউ পাশে রয়ে গেল
অতি তৎপরতায় জীবন রক্ষার শেষ চেষ্টায়।
ছেলেটার চোখে ঘুম নেমে আসছে
চিরনিদ্রার মুখে হয়তো মায়ের মুখ ভাবছে।
পথ চেয়ে থাকা মায়ের উজ্জল আগমনী মুখ
ক্রমশ ঝাপসা হতে হতে
ক্যনভাস জুড়ে নামে একরাশ অন্ধকার।
*** আজকের কবিতা কবি শফিক নহোরের কবিতা গনমিছিল কবিতার মন্তব্যে উদ্রেক হয়েছে। আমি কৃতজ্ঞ। এই কবিতা সেই কবির সৌজন্যে উৎসর্গ করে দিলাম।