সে নাকি তার চরণ চিহ্ন রেখেছিল
বনফুলে সুবাস ছড়িয়েছিল
কীর্তনের তালে তালে ছন্দে বাহু মিলেছিল
অন্তরের আঁধার সরিয়ে আলো চিনেছিল।
তার জন্যই উত্তরসূরী সব মিলিত হয়েছে
গল্প গান স্মৃতি কবিতা রাশি রাশি।
এসব গুলো সব তোমার বন্দনা।
ভালোবাসা দীর্ঘজীবী হোক।