ঐ চাঁদপুরে আমার প্রাণের বন্ধু থাকে
নাম তাঁর শম্ভু এখনো স্মৃতিতে ও ডাকে।
সীমানা পেরিয়ে চলে এসেছিল ভারতে
ওর পিসীর বাড়ি খিদিরপুর কলকাতাতে।
আজকের কথা নয় সে অনেকদিনের কথা
তা বছর চল্লিশ হবে, হয়েছিল গভীর সখ্যতা।
ওর কাছেতেই শুনতাম সোনার দেশের গল্প
শুনত দেখত আমার কাছে শহরকথা অল্প স্বল্প।
ওদের বোধহয় একটা সোনার দোকান ছিল
লেখাপড়ায় ছিল আমার চেয়ে অনেক বেশি ভাল ।
উৎসব দিনে ফুরিয়ে যায় বড্ড তাড়াতাড়ি
একদিন সে চলে গেল নিজের দেশের বাড়ি।
আমি গেলাম তাঁর সাথে বনগাঁ-এর সীমানায়
বন্ধু এগিয়ে যায় বারে বারে পিছু ফিরে চায়।
আসি বন্ধু আবার দেখা হবে'' ও বলল যখন
ওর চোখেতে জল আমার হৃদয় তখন শ্রাবণ।
সেই যে হারিয়ে গেল হয়নি কথা আর কোনদিন
বলেছিল চিঠি দেবে অপেক্ষাতে কাটে আজো দিন।
পুনঃ- যদি তাঁর খবর পাও
সংবাদ পৌঁছে দিও।