বিলকুল বিলকুল হয়ে গেছে বড় ভুল
নিজের হাতে খাল কেটে
এনেছি ঘরে হাঙ্গর কুমির।
মুখের আড়ালে মুখোশ ছিল
বুঝতে পারিনি একচুল।
বিলকুল বিলকুল হয়ে গেছে বড় ভুল।

অলিতে গলিতে দাদা আর দিদি
হাতে ছড়ি নিয়ে শুধু চোখ রাঙায়;
মানুষ যেন দাসী বাঁদি ক্রীতদাস
জীবন চালায় ভয়ে ভিক্ষার প্রেরণায়।

কি করি এখন কোথায় যে যায়
মান সম্মান নিয়ে বাঁচা বড় দায়।
শিক্ষা দীক্ষা স্বাস্থ্যের মুখে চুনকালি।
তবু দেশটা নাকি এগিয়ে চলেছে
তাইতো শুনি ঘন ঘন হাততালি।

একা রামে রক্ষে নেই সুগ্রীব তাঁর দোসর
প্রচারে বিচারে ঘন ঘন উদ্গার হুঙ্কার
ভিতরে ভিতরে কিন্তু ভীষণ মিল
ফেলো কড়ি মাখো তেল
তুমি কি আমার পর।

পরবাসী আজ সবুজের দল
গ্রমে-গঞ্জ হয়ে গেছে সব উজাড়।
ভাজা মাছ উল্টে খেয়েছে বিড়াল
বুকটা বেঁধে তবু পথে বসে আছে
প্রতিবাদী সব বেকার।

ঘরের মেয়ে এখনো পায়নি বিচার
চাই এর প্রতীকার চাই এর প্রতীকার।
রাত্রিদখলে বুঝে নিয়েছি আমাদের অধিকার
দৃঢ়তায় আছি সঙ্গবদ্ধ এবারে উঠবে ঝড়।
চাই এর প্রতীকার।