চকিতে জীবন হয়ে উঠছে ভয়ংকর
কি যেন এক দানব, মানবের মুখোশে
এখনি হা হা রবে প্রত্যক্ষ পরোক্ষে;
আমাদের এই আদরের নরম শহরটাকে
তাঁর হিংসার লেলিহান শিখায়
       দাউ দাউ আগুনে পুড়িয়ে দেবে।
আমি আমরা সবাই নীরব নিস্তব্ধ!
একে একে নিয়ে যায়
বদ্ধভূমির ফাঁসিকাঠে ঝোলাতে।
আমরা কি দারুন
চুপচাপ খাঁচার মুরগির মতন!
যাকগে যাক আমিতো এখনো বেঁচে
এইমাত্র শুনলাম আরো এক সাথীর
জবাইএর দুরন্ত আর্ত চিৎকার।
নিজের ভিতরে নিজেই থাকি মগন।
আমার বাড়িতে এখনো আগুন লাগেনি
মরন এখনো আমায় ডাকেনি
আমিতো এখনো বেশ বেঁচে বর্তে আছি।
       ***
নিজের সাথে নিজের এই বোঝাপড়া
মানেই তুমি আজ প্রতিবাদী।
চোখ কান মুখ খোলা জলজান্ত এক মানুষ
চিৎকার করতে হবে,
উত্তর বুঝে নিতে হবে
বলতে হবে জানিয়ে দিতে হবে
যা চলছে তা ঠিক নয়।