তাঁর জন্য এ এক দুরন্ত প্রকাশ
সে ছিল যেন এক বিশাল বৃক্ষসম।
তাঁর কাছে এলেই...
শান্ত স্নিগ্ধ ছায়ার মায়া বন্দী হয়ে যাই।
বিশাল এক নীড় বাঁধা নিরপত্তার বন্দর।
তাঁর পাতার সবুজে সবুজে ছড়ানো ভালবাসা
ফুলের রেনুতে রেনুতে অপার মুগ্ধতা
বীজের কণায় কণায় আগামীর সম্ভার।
বুকের নিবিড়ে মিলে মিশে
আনন্দগান সদায় গেয়ে যায়।

ভালো আছি ভালো থেকো প্রিয়
কবিতার খাতায় আখর কেটে রেখো।
দুরন্ত পাখীর ডানায় পথ খুঁজে নিও
দহনদিনে এসে বৃষ্টি হয়ে ঝোরো।
আকাল এলেই আমি তোমায় খুঁজে বেড়াই
হিম জড়ানো প্রাতে ঘাসের ডগায় জাগো।
ঘুমের ভিতর স্বপন পথে তোমার সাথী হই
আবার বলি যেখানেই থাকো ভালো থেকো।