সহজ সরল সত্য পথে এসো আলো হাতে
তোমায় খুঁজছি কতদিন ধরে অধীর অপেক্ষায়।
তুমিই এই কল্লোলিত ব্যস্ত শহরে আমার বসন্তসেনা
শান্ত স্বচ্ছ সরোবর চোখের কাজলে হারতে চাই।
সম্ভাবনার স্বপ্নের সিঁড়ি থেকে দাও হাতছানি
দীপাবলির আলো রেখে রেখে চলে চলে যাও।
তুমিই এই বন্ধ্যা শহরে নিস্পাপ চরিত্র বসন্তসেনা
পাপনাশিনী গঙ্গা... নিয়ন আলোর দূষণ কুড়াও।
গগনে গভীর গর্জনে ঝঙ্কার তুলেছ রুদ্রবীণায়
মেঘমল্লারে ঝরে ঝরে পড়ে উর্বশী কান্না যত ছিল ।
বর্ষামুখর রাতে তুমিই ঝুমকোলতা দরবারী কানাড়া
জেগে জাগিয়ে রেখেছ কি যেন কথা বলার ছিল।