বসন্ত এলেরে আজ
পড়ে থাক সব কাজ
দেখে যা আকাশে বাতাসে কি সুর বাজে।
ডেকে ফেরে কোয়েল
উড়ে এলো দোয়েল
সে বুঝি এল দ্বারে রুদ্র পলাশ সাজে।
কাঁদে আজো মন
সে আসবে কখন
চাঁদ ডুবে যায়, হয়নি গাওয়া ঘুম পাড়ানি।
যদি সে ফিরে আসে
এই পোড়া ভাগ্যাকাশে
অঝোরে ঝরবে বৃষ্টি উঠোন জুড়ে জানি।
এই বসন্তে আগুন
মনের ভিতর ফাগুন
গুণ গুণ গুণ স্বরে ভ্রমরা এসে কি যায় বলে।
ধামসা মাদল বাজে
আঁধার বুকের মাঝে
সে বুঝি আপন করে নেবে নাচের তালে তালে।