যে গেছে যাক চলে গেছে ঘটনা দুঃখজনক
তাবলে সব একী চলছে হল্লাবোল হট্টগোল
মৃত্যু নিয়ে রাজনীতি নয় আর
এই তোমাদের বড় দোষ।
মৃত্যু না অপমৃত্যু স্বেচ্ছামৃত্যু নাকি দুর্ঘটনা
একটা কিছু হবে ঠিক নিশ্চয়
তাবলে কাগজে কলমে একী চলছে দৌরাত্ম্য
মৃত্যু নিয়ে কোন রাজনীতি নয়
এই তোমাদের বড় দোষ।
ও তোমার কেউ ছিলনা আমারও কেউ নয়
যার ছিল তার ছিল সে চোখের জলে ভাসবে
যিনি মসনদে তিনি তীক্ষ্ণ নজর রাখছেন
তাই তড়িঘড়িতে ময়নাতদন্ত।
আর কি চাই! প্রশাসন বেশ তৎপর
তাবলে কেন শাপশাপান্ত মিডিয়ার এত বাড়বাড়ন্ত
মৃত্যু নিয়ে কোন রাজনীতি নয়
এই তোমাদের বড় দোষ।
দেখছনা গণতন্ত্রের ধ্বজা আকাশেতে বেশ উড়ছে
মাসকাবারে ঘরে ঘরে লক্ষ্মীমাতা ঢুকছে
চোখে মুখে খাসখবরের ফুলঝুরি সব ঝরছে
এমন অগ্রগতির দেশে কারা যেন ছদ্মবেশে
চুপিসারে ইতর ঘটনা ঘটিয়ে যায়।
সাজানো নাটক কথা ঝুপঝাপ বলে যায়;
তবে দোষীরা ধরা পড়বে। পাবে কঠিনতর সাজা।
তাবলে কি তিলোত্তমা বাংলার মুখ হবে।
কক্ষনো নয়! কোনদিনই নয়।
মৃত্যু নিয়ে কোন রাজনীতি নয়
এই তোমাদের বড় দোষ।