দিক থেকে দিকে আবার জ্বালাও মশাল
আঁধার তাড়িয়ে আনতেই হবে আলো
যেখানে যারা যত আছো নিপীড়িত
           সূর্য সকাল সত্য চাও।
আজ তবে সব এই মিছিলে হও সামিল হও সামিল।
রাজা দুরাচারী মোক্ষম চালে করতেই হবে মাত
    সাদা কালোয় বোড়ের চালে রাজা ভেঙ্গে খান খান।

বুক থেকে বুকে জমে জমে আছে পাহাড় প্রমান ক্ষোভ
সোনার দেশে হায়নারা সব জাগছে রক্তে ভীষণ লোভ।
নখে আর দাঁতে রক্ত নেশা
চেরা চোখে জাগে মৃত্যু তৃষা
অবলীলাক্রমে প্রাণের ভাইয়ের জীবনটা কেড়ে নেয়।
তাই ক্ষমা নেই ক্ষমা নেই হিংসার কোন ক্ষমা নেই
যোগ্য জবাব দিতেই হবে
এই মিছিলে হও সামিল হও সামিল।
রাজা দুরাচারী মোক্ষম চালে করতেই হবে মাত
    সাদা কালোয় বোড়ের চালে রাজা ভেঙ্গে খান খান।