হোক তাই হোক।
রোববারের সকাল ঝলমলে হয়ে উঠুক।
কচিকাচারা আসুক।
এসে কিচিরমিচির করুক
পারলে গলা উঠিয়ে মোরগের মতন ডাকুক।
ঘুমের ঘোরে কাতর যারা তারাও উঠে আসুক।
আসবো আসবো করে যারা ভাবছে
তারা না হয় মুখ না ধুয়েই আসুক।
এলেই পাবে গাছ থেকে সদ্যনামানো
সারা রাতের হিম জড়ানো খেজুর রস।
শীতের কাঁপন গলা থেকে বুক...
সারা শরীরে শীত নদীর অনবদ্য শিহরন।
সে আমজে কাটলে দেওয়া হবে
হাতের মুঠোয় না ধরতে পারা
নলেন গুড়ের আবার খাব তালশাঁস।
প্রতি ঘণ্টায় থাকবে নতুন নতুন চমক।
আশে পাশে পাড়া বেড়িয়ে এসেই পাবে,
উষ্ণতায় ভরা সবার জন্য চা আর বিস্কুট।
ঝোপে ঝাড়ে ততক্ষনে আসর বসে গেছে;
ওটা বুঝি কারোর কারোর জলসাঘর
জলের কারবার যারা বোঝে তারা নাবিক
জল ঢালা ঢালি হবে আকণ্ঠ।
সাথে বাইজি না থাকলেও থাকবে
নদীর পাবদা আর নীল সমুদ্রের প্রম্ফ্রেট সুন্দরী।
দুপুরের মেনু সবার জানা
আছে ঘাস খাওয়া চারপেয়ো।
যারা স্বাস্থ্য সচেতন বা নিষেধ রয়েছে
তাঁদের জন্য আছে জ্যন্ত মাছের রাজা।
আরও আরও মন কথা গল্প কথা গান কথা
সব স...ব থাকবে দিন ক্ষন মাস সব ভুলে যাবে।
পিকনিক বলো চড়ুইভাতি কিম্বা বনভোজন।
গতবারে হারিয়ে গিয়েছিল আমার মুঠোফোন
সাবধান থেকো অতি আনন্দে এমন কিছু না হয়।