প্রায় শেষ মুহূর্তে প্রতীক্ষিত বন্ধু এলো।
এলো চুল উড়িয়ে দিয়ে বলল
তোমাদের জন্য এক বাক্স চকলেট এনেছি।
অন্য বন্ধুরা সবাই অবাক।
কারণ গার্গীর বয়স ঠিক তেমনি রয়ে গেছে।
নাকের ডগায় ঈর্ষণীয় সেই লাল তিল।
বন্ধুরা সবাই ঝাঁপিয়ে পড়ল।
কিরে তোর কি বয়স বাড়েনি?
যেমন ছিলিস তেমনই আছিস কি করে?
নিজেকে বাঁচাতে মেয়ে চিৎকার করে
আমি গার্গী নই গার্গীর মেয়ে উর্মি ।
মা তোমাদের শপথের কথা বলেছিল
এই দিন সময় স্থানে তোমরা থাকবে।
আমি যেন তোমাদের কাছে আসি,
মায়ের শেষ ইচ্ছা পূরণ করি।
মা মাগো আমি পেরেছি মা
র্উর্মির এক চোখে জল এক চোখে হাসি।
শেষে চোখের জল মুছে নিয়ে বলে
মা থাকলো না **** জানো !
ক্যান্সার হয়েছিল তাই চলে যেতে হল।