ভুলে গেলেই হয়তো ভালো হত
কিন্তু ভুলতে পারলাম কোথায়?
আরও বেশি করে মনে পড়ে ভুলতে চাইলে!
সে আমার প্রাণের বন্ধু বাতাসের মত সচ্ছতা যার।
ভুলে গেলেই হয়তো ভালো হত
কিন্তু ভুলতে পারলাম কোথায়?
এই বছরের শুরতেই সে কিছু চেয়েছিল
যা সহজে যায়, কিন্ত আর ফিরে আসেনা।
ফিরলনা সে রতন সম্পর্কে চিড় ধরল।
ভুলে গেলেই হয়তো ভালো হত
কিন্তু ভুলতে পারলাম কোথায়?
দিন মাস বছর ঘুরতে যায়।
ছোটবেলার বন্ধুর সাথে দুরত্ব বেড়ে যায়
পূজার দিনে সব ভুলে অনেক কথা বলেছিলাম।
নদী ভিড়বে মোহানায় ভুল ভেবেছিলাম।
ভুলে গেলেই হয়তো ভালো হত
কিন্তু ভুলতে পারলাম কোথায়?
বেশি করে মনে পড়ে সুখ অসুখের দিনে
সে পাশে নেই আমার, তাঁর কাছে নেই আমি।
ভেবে ভেবেই কেটে যাচ্ছে রিক্ত দিবস যামী।
এই বছর পারলনা আগামী বছর কি পারবে?
অরিত্র, দেখনা যদি পারো তাঁর খবর দিও।