মনের দরজা খুলে দিয়ে দেখি
মস্ত একটা নীল সমুদ্র একী
দিব্যি বেড়াই তাঁরই বালুতটে
ঘুমের ঘোরে এমন যদি ঘটে।
বন্ধু তোমায় ডাক দিলাম পাখীর ঠোঁটে
যেতে যদি চাও চলে এসো বাঁধন কেটে ।
তুমি এলেই ফাগুন আসে পিছে
শিমুল পলাশ জারুল দোলে গাছে।
নদীর জলে তখন চখাচখির মেলা
ভাসিয়ে দিলাম আশা আলোর ভেলা।
ভাসল ভেলা জলে কুলের আশা ছাড়ি
বন্ধু আমার পাশে বসে গান ধরেছে সারি।
ঠিকানা বিহীন পাখীর উড়াল
মাঝে মাঝেই আকাশের নীলে;
ভেঙে ভেঙে যায় ঢেউয়ের তালে
তবু নদীর বুকে ছায়া ফেলে।
বন্ধু যাবে বলো কোথায় কতদূরে
স্থলে জলে সুদূর নভোনীলে।