বন্ধু আমার পরান বন্ধু
বিন্দুতে পাই অপার সিন্ধু।
রাগ অভিমানে রোদ বৃষ্টি
মন কাননে সবুজ দৃষ্টি।
বন্ধু আমার জীবন গান
গল্প মালার অপার দান।
দ্বিধা দ্বন্দে কান্না হাসি
ছড়িয়ে ছিল রত্ন রাশি।
বন্ধু আমার গলার মালা
রাত্রি দুপুর শুধুই খেলা।
এক থালাতে খিদে মেটাই
তাল বেতালে আড্ডা জমায়।
বন্ধু আমার ডুমুর ফুল
যেই হয়েছে হটাৎ ভুল।
এই রোদ্দুর এই বৃষ্টি
টক ঝাল নুন আবার মিষ্টি।
বন্ধু এখন অনেক দুরে
দেখা হয় বছর ঘুরে।
নিজের পরান নিজেই বাঁচায়
বাড়লে বয়স এমন কেন হয়?
বন্ধু আমার খবর রাখেনা
রাত বিরাতে বাড়ি আসেনা।
সবাই এখন ব্যস্ত ভীষণ
মনের ভীতর শুধু মন কেমন!