জন্ম থেকে জ্বলছি আঁধারেতে পথ খুঁজছি
থেমে গেলে চলবেনা বুকে হেঁটে পথ চলছি।
পথে প্রান্তরে টুকরো আগুন কুড়িয়ে নিচ্ছি
ডুকরে ওঠা কান্নাগুলো দুহাতে মুছে ফেলছি।
সবুজের কাছে মাটির কাছে সত্য মন্ত্র শিখছি
দাবানল হয়ে জ্বলতে খড়কুটো চোখ রেখেছি।
হাতুড়ীতে ঘাম ঝরছে কাস্তেটা শাণ দিচ্ছি
সোনালী ফসল ফলাতে স্বপ্নের বীজ বুনছি।

ছড়ানো পথের কাঁটায় কাঁটায় ক্ষত যত
একদিন সব শোধ করে নেব হিসেবমত।
স্বপ্ন হারানো ঘর পোড়া যারা যেখানে আছে
চিন্তা কিসের একত্রে এসো হারাবার কি আছে?
অতীতের পাতা বারে বারে সাবধান করে গেছে
সামনের পথ হবেনা সুগম আরও হবে দুর্গম।
তুমি হও সাথী ঝড়ের মতন সুনামিতে ফণা তোল
উঁচু হোক আরও হিমালয় সব বন্ধ দুয়ার খোল।