এবার মেলা যাওয়া হয়নি।
দুধের স্বাদ কবির লেখনীতে।
অপূর্ব স্বাদ গন্ধ চোখে চোখে সন্দেহ
তটস্থ সব রাজার প্রহরীরা।
প্রাঙ্গনে যেন বোমা বারুদ প্রবেশ করে।
উল্টা বুঝলি রাম...
প্রাঙ্গনে সব থরে থরে বোমা মুজত ছিল।
কেনা বেচায় বোমা যায় ঘরে ঘরে
যত বেশি জানে, জ্ঞানে অভিজ্ঞানে
রাজা রানীর বিপদ ঘনিয়ে আসে;
বিস্ফোরণ নিশ্চয় ঘটবে।
শেষ যুদ্ধের আহ্বান হবে শুরু।
মিথ্যে এসব ভাবনা
অর্থই যে সব অনর্থের মুল! নাকি ভুল!
রাজা রানী ভোট পাবে
জনগণের আশীর্বাদ পাবে
কি বললে অভিশাপ !
না না কথা গিলে নাও...
আশে পাশে কেউ কি আছে
যাকে দেখে মনে হচ্ছে চোর না চর ।
উচ্ছুন্নে যাক চরাচর।
তুমি আমি বোমা গুলো এসো পরখ করি।