বলতে দিলেতো বলব
বলবার অনেক কথা আছে শুনবেন।
দশ কাহনের কথা জেনে বসে আছেন
নাকি এখনো দেখে রাখা হয়নি।
কথায় কথায় আসল কথা
কিছুতেই বলা হয়ে ওঠে না।
বলতে দিলেতো বলব
এই যে কতদিন পেরিয়ে গেল
কতটুকু শুধরে দিতে পেরেছেন উত্তর নেই!
এই যে উৎসবের আলো ছড়িয়ে দিলেন
তাতে কি অন্ধকার কমে গিয়েছিল
বরং অনশন ঘিরে আশঙ্কার মেঘ জমেছিল।
বলতে দিলেতো বলব
শুনবার সদিচ্ছা আছে বলে মনে হয়না
শুধু শুধু তিরিং বিরিং যেন গঙ্গাফড়িং
মাঝপথে স্তব্দ করিয়ে দেওয়া অঝোর বৃষ্টি
কল্লোলিত তিলোত্তমার চোখে রক্ত কেন
সবটা কারোর অজানা নেই।
বলতে দিলেতো বলব
বই খুললেই ওটা জানি ওইটা জানিনা
এইটা ভালই জানি ঐটা ভালো পারিনা।
এত কম জানা মানুষ তবু ছড়ি ঘোরায়
সবাই অবাক! পৃথিবী হতবাক!
জ্ঞানের অজ্ঞানতার কি বহর।
বলবার ছিল অনেক অনেক কথা
বলতে দিলেতো বলব।