যখন ছিলে তখন তেমন করে বুঝিনি
   তুমি নেই তাই বিকেলের রোদ্দুর
                   এসে ফিরে গেলো।
রেখে যাওয়া বকুলমালা শুকিয়ে গেছে
    তবু দেখি সেদিক থেকে টাটকা ফুলের
                  সুবাস ভেসে এলো।
তোমার যেখানে যাবার কোথা ছিল
      সেখানে দেখি নতুন এক দম্পতী
                  বাস করতে এলো।
বহুদিন পর লালনের মা বাড়ি এসেছিল
       তুমি নেই সংবাদে ঝরঝরিয়ে
                 বৃষ্টি ঝরিয়ে দিলো।
তোমার অনুপস্থিতিতে বড় একলা লাগে
         কি যেন বলার ছিল বলা হয়নি
            সাগর ঢেউ সেটাই বলে গেল ।