দারুন ঘুমে স্বপ্ন চুমে তোমার সাথে রাত্রি দিনে।
ভাল্লাগেনা উঠোন দালান শূন্য লাগে তুমি বিনে।
আজকে সকাল তেমনি আছে
একে একে কত ফুল ফুটেছে।
তাকাই শুধু বারে বারে ঠাকুর ঘরের পানে।
সাজি হাতে আসছ তুমি লক্ষ্মী ছাপের সনে।
গুণ গুণ গান ঝুম ঝুম তাল আলো খুশির দেশ
ভাল্লাগেনা কিছুই রঙ হারানো বিষণ্ণতার রেশ।
ওই উড়ে যায় পাখীর দল
দাগ রেখে যায় চোখের জল।
বকুলের মালা কে গেঁথে দেবে বল তুমি ছাড়া
কেমন হবে সে জ্যোৎস্না রাত তুমি পূর্ণিমা হারা।