আপনি জানতেন এমন একটা দিন আসবে
যখন নিজের ছায়ারা আপনাকে বিপদে ফেলবে;
তাই কাঁটা দিয়ে কাঁটা সরিয়ে দিয়েছেন অবিরত।
নামতা পড়েছেন এক দুই তিন জনতার।
তবু দেখুন সেই মেয়েটা আপনার খুম কেড়েছে
দাবার চাল আপনার সবই ঠিক ছিল;
তবু মৃতার মৃত্যুহীন শরীরের আঁচড়ে ছিল
যে যন্ত্রণার আড়াই চাল সেখানেই আপনি কিস্তিমাৎ ।
যত চাপা দেবার চেষ্টা করছেন
ততই গন্ধ ছড়িয়ে পড়ছে দিক দিগন্তরে
সমুদ্রপারের ওরাও সবটা জেনে গেছে
মেয়েটাকে বধ করা হয়েছে।
সেই বধের পিছনে লুকিয়ে আছে যে ব্যাধ
তাকেই এই বিশ্ব জনতা হন্নে হয়ে খুঁজে বেড়াচ্ছে।
ঘরের ভিতর উত্তরসূরিও জানে কে আসলে দোষী!
প্রমাণ লোপাটের দলিল কার আঁচলের গিঁটে।