মন যখন আছে মন খারাপ হয়...
তবে হ্যাঁ দেখে শুনে দিন ধরে
মন খারাপ হয় না...
মন খারাপ হয় যখন যেটা হবার নয়
সেটা যদি হয় তখন মন খারাপ হয়...
কিছু মন খারাপ গুমোট গরমের মতন,
কিছু হিমেল শীতের মতন,
কিছু আবার হালকা শিশিরের মতন
রোদ উঠলেই হারিয়ে যায়...
কিছু আবার মেঘলা আকাশ কাজল যেন
হুরমুড়িয়ে বৃষ্টি হলেই সব ফর্সা...

এইতো সেদিন বিষম মন খারাপ হয়ে গেল হঠাৎ করে সেই তরতাজা মেয়েটা
কোথায় যেন হারিয়ে গেল...
ঠিকানা বিহীন হবার কথা কি ছিল...
সত্যি বলছি সেটা মন মেনে নেয় নি
তবু হলো হয়ে গেল...
মন খারাপ চলছে কি আর করি বল...
হয়তো সেইদিন মন ভালো হবে
যেইদিন মেয়েটা সঠিক বিচার পাবে...
এখনো মন জুড়ে বিষন্ন কুয়াশা...