কারে নিয়া যাও গো মাঝি
আমার পাঁজর যায় ভাঙিয়া।
তবু সে যেন থাকে সুখে
পরান যেন তার উঠে না কান্দিয়া।
মনের ভিতরে ধুধু আগুন
জ্বলে পুড়ে খাক হয়।
আকাশে বাতাসে দারুন খরা
দুই চোখেতে বৃষ্টি নেই।
একি জ্বালা কি যে জ্বালা
আমি বোঝায় কাহারে।
কেউ বোঝেনা মনের কথা তাই
ডুবে দিতে যাই গভীর সাগরে।
ভুলি ভুলি করে তারে কিছুতেই ভুলতে নাহি পারি।
আমার সাধের বাগান পুড়ে গেল আমি এখন কি করি।