আঁধার সমাজে এসেছিলে বিনা মুকুটের রাজা
দুয়ার খুলে এনে দিয়েছ স্বচ্ছ ভোরের আলো।
কেউ বা কারা বেঁকে বসে বলে সবটা গেল গেল;
রুখে দাঁড়ালে কেন এ প্রথা এযে মিথ্যা অনাচার?
পুড়লেই বুঝি কোন নারী সতী হয়ে যায় ?
বহুবিবাহে কি এই সমাজের হয়ে যাবে মুক্তি?
বাল্য বিবাহে নারীর যে হয় চরম অবমাননা!
শুধু শুধু প্রশ্ন নয় উত্তর খুঁজে গেছ জীবনভোর,
তাই নতুন এক দিগন্তের উৎস মুখ খুলে গেল।
বর্ণপ্রথায় মানবতার যে অনন্ত অসীম অপমান।
শিক্ষায় দীপ জ্বালিয়ে দিয়ে তুমিই দিপ্যমান
ব্রাম্ভসমাজ গড়ে তুমি আজো প্রতিবাদী এক মুখ
আঁধার সমাজে এসেছিলে বিনা মুকুটের রাজা
দুয়ার খুলে এনে দিয়েছ স্বচ্ছ ভোরের আলো।