আজ আলো একটু বেশি থাকুক
বাগানের ফুল অনেক ফুটুক
মুখে মুখে হাসি ঝরুক
দিগন্ত জুড়ে বিজয়ের গান বাজুক
আজকে খুশিতে মাতুক বাংলাদেশ
আজ যে সবার প্রাণের বিজয় মাস।

নীল আকাশের বুক চিরে
লাল সবুজ পতাকা ওড়ে ।
ফসল গন্ধ বাতাসের বুকে
খুশির ঝিলিক নদীর মুখে।

আজ আলো একটু বেশি থাকুক
বাগানের ফুল অনেক ফুটুক
মুখে মুখে হাসি ঝরুক
দিগন্ত জুড়ে বিজয়ের গান বাজুক
আজকে খুশিতে মাতুক বাংলাদেশ
আজ যে সবার প্রাণের বিজয় মাস।