ওগো দিনের দয়াল তুমিই বিচার করো
তোমার নামে ধর্ম দোহায় দিয়ে
কেন নির্বিচারে মানুষ মরে?
ওগো দিনের দয়াল
তুমিই জানো তুমিই বোঝো।
তোমার আকাশ তোমার বাতাস
বিভেদ কিছুই নাই।
তবু কেন কিছু মানুষ বিভেদ আনতে চায়?
ওগো দিনের দয়াল
তোমার মাটি তোমার জলে
পুষ্ট আমরা মিলে মিশে সবাই।
জাত বিভেদের জিগির তুলে
যুদ্ধ কেন সাজাই?
ওগো দিনের দয়াল তুমিই বিচার করো
তোমার হাতেই সঁপে দিলাম
তোমার দেওয়া জীবন।
রাখলে তুমিই রাখতে পারো
মারলে তুমিই মারো।
তবে যদি আসে ধ্বজাধারী বিভেদকামী দল
আমরা তখন সবাই মিলে রুখে দাঁড়াবই।