বিচার বিচার বিচার আর বিচার চেওনা কেউ
বিচার আমার রত্নমানিক সাদাকালো মুনিয়া।
তাকে সোনার খাঁচায় রাখি যত্ন আদর করিয়া
নিত্য ছড়াই দানা সেই কথাটাই যাও শুনিয়া।
উড়িয়ে যদি দিই তারে, উড়বে আকাশ জুড়ে
সাঁঝের বেলা ফিরবে ঠিকই আমার খোঁয়াড়ে।
বস্তা ভরে খাবার ছড়াই অনেক নিয়ম করে
যা বলি তায় শোনে আফিম নেশার ঘোরে।
     তাই দেখলে আমায় দেয় সেলাম।

এখন দেশ বিদেশ ব্রহ্মাণ্ড সবই গেছে জেনে
এই যে আমার দেশে আমিই আইন কানুন।
দিনের বেলায় ঠুলী রাত্রিরে দিই চোখ খুলি
এটাই মম আবিষ্কার নিয়ম-নীতি জানুন।
আকাশ ফাটা চিৎকারে দিয়েছি জল ঢেলে
উৎসব জুড়ে মাছ ভেজেছি মাছের তেলে।
ঠুঁটো হাত জগন্নাথ কাজের বাজার নিলাম
ছাব্বিশে জন-উৎসব, দীক্ষা নিতে এলাম
           তাই ভিক্ষার ঝুলি হাজার সেলাম।