বাজিয়ে তালি দিব্যি বাঁচি
তাধিন তাধিন নাচেও আছি।
খুদ কুড়ো সব এমনি পাই
হাসির তালে তাল মেলাই।
বলতে পারি বেশতো আছি
হা হা হা হা হা হা হা হা
আমরা সবাই দিব্যি আছি।
উৎসবে আর পার্বণে পাব্বনি ঠিক পাই
ইস্কুলেতে থাকলে ছুটি সবাই ছুট্টে যাই
শিক্ষা না হয় নাই বা পাই
পেটের খোরাক সবটা মেটাই
এমনি করেই আমরা বাঁচি
হা হা হা হা হা হা হা হা
আমরা সবাই দিব্যি আছি।
ভর্ৎসনা আর ধর্ষণ ওসবতো সব থাকবে
হল্লাবোল গণ্ডগোল সেটাওতো ঠিক চলবে।
বিদেশীরা সব আসবে, এসব কি ওরা দেখবে
উঁচু পাঁচিল আবডালে গরিবিটা সব ঢাকবে ।
এমনি করেই আমরা বাঁচি
হা হা হা হা হা হা হা হা
আমরা সবাই দিব্যি আছি।
চাকরি না থাক কি হয়েছে ভাবনা কিসের
কার চাকরি কে খেয়েছে চিন্তা কিসের
ভাবতে কোথায় দোষ, ভাই বোন যে তোমার
বিধির বিধান তিনিই দেবেন দেশটা হবে সোনার।
এমনি করেই আমরা বাঁচি
হা হা হা হা হা হা হা হা
আমরা সবাই দিব্যি আছি।