একেবারে ভুলে গেছি আমি নিজেকে
মনে করতে পারছিনা কে আমি ?
কোথায় আমার বাড়ি? কোথায় পড়ে আছি?
চারিদিক এত থমথমে সাড়া শব্দ কিছু নেই!
সারা শরীরে কি যন্ত্রণা! এতটুকু আলো নেই কেন?
হাত পা নাড়াতে পারছিনা, যেন জমাট বরফপিণ্ড।
একটা শব্দ যেন শুনলাম, বোধ করি দরজা খোলার।
কারা যেন কথা বলছে? উৎকর্ণ হই শুনতে হবে।
''দেখুন তো ২০৩ নম্বরটা, ওটা বেওয়ারিশ লাশ!
হতে পারে এটাই আপনাদের পরিচিত মানুষ;
ঘর্ঘর শব্দে আমকে টানছে গ্লাভস পড়া হাত।
চিৎকার করলাম আহ খুব কষ্ট হচ্ছে একটু আস্তে।
কেউ যেন শুনতেই পেলনা।
কিন্ত, পরিচিত কণ্ঠে কে যেন বলে উঠল।
নাহ, এ লাশ আমাদের পরিচিত মানুষের নয়।
আবার চিৎকার করি- আমি অনিকেত বড় খোকা...
বাতাসে শব্দ কোন অনুরণন না তুলে হারিয়ে গেল ।
তবে কি আমি এখন ২০৩ নম্বর বেওয়ারিশ লাশ।