সরল স্বচ্ছ গড়াই নদীর তীরে
হারিয়ে গেছিস হাজার স্মৃতির ভিড়ে।
শিশির ভেজা ফুল কুড়ানোর নেশা
আমি কেমন হারিয়ে ফেলি দিশা।
তুই কি ঠিক তেমনি আছিস
দেখার ইচ্ছা হলেই সামনে প্রতিচ্ছবি।
সবাই কেমন পাল্টে যায়
দিনের শেষে রাত্রি যখন গভীর হয়।
কল্পনার আয়না টুকরো হয়ে গেল
আঁধার গলির ল্যাম্পপোস্টের নিচে।
রক্ত রঙের ঠোঁটে খদ্দের খুঁজিস
বুকে লাগে বোশেখ মাসের বাতাস।
পালিয়ে গেলি সামনে আঁধার গলি
বুঝতে পেরে মুখ বুঝি লুকালি।
অনেক খুঁজি রাত্রি সকাল হোল
চাঁপা থাকেনা, বেজায় বেবাক গলি