দূর থেকে তাঁর বাঁশি শুনেছি
তাকে দেখবো বলে ছুটে গেছি
নাহ এ সে বাঁশিওয়ালা নয়
এযে রাজপথ যমুনার তীর নয়
নেই এর চোখে প্রেম কাতরতা
মুখে জুড়ে রাতজাগা বিষণ্ণতা।

পথ কুকুর তার পিছু ছাড়ে না
কাকেরাও সাথে বুঝেও বোঝেনা
নাগরিক সব তড়িৎ গতিতে ধায়
ঝুপঝাপ ফেলে চুপচাপ ফিরে যায়  
চক্রযান নিয়ে সে চলে যায় দূরে
মুখ মনে পড়ে স্ত্রী সন্তান তরে।