অন্তর মন কি যে চায়
প্রতিক্ষণে ক্ষণে কি যেন খুঁজে বেড়ায়
খরকুটোর মতন শুধু ভেসে যায়
এখানে নয় ওখানে নয়
চল অন্য কোথাও হারিয়ে যায়।
বুকের গভীরে কি ঘন কুয়াশা!
হয়তো তবুও কাউকে খুঁজে বেড়ায়;
নদীর এপার ভেঙ্গেছে মিথ্যা প্রবল জলধারায়।
যেতে হবে অন্য কোনখানে মন যা চায়
ইছামতি মন আজ বড়ই ব্যাকুল
খাম খেয়ালীতে গড়ে বাওর বিতান।
বুকে তার ছায়া ফেলে নীল আকাশ
কানে কানে কিছু বলে বাউল বাতাস
তাই ঠিকানা নিয়েছি তার স্বচ্ছ জলে
হারিয়ে যাব সবুজের শ্যাওলা দলে।