কাল ছিল লুকোচুরি
আজ বেশ হাসিখুশি
কাল ছিল কি হয় কি হয়
সে চিন্তা আজ বাসি ।
কেউ খুব অস্থির
কারো মতে খুব ধীর
কেউ বলে গেল গেল
কেউ বলে হও স্থির।
সব ঠিক হয়ে যাবে
এ হলো যন্ত্রের যন্ত্রণা
দেশে দেশে কথা ফোটে
হাবিজাবি যত ভাবনা।
রাত কি শেষ হলো
সকালটা ঝলমলে
রোদ্দুর হয়ে এলো
কথারা সব ডানা মেলে।