এই দাবানল আগুন কোথায় রাখি
পুড়ে যায় মায়ের আঁচল দেখছ নাকি!
তোমার মা আমার মা'যে সেই একই
একই জল একই বাতাস একই সেই মাটি।
আমার যে গঙ্গা সেই তোমার পদ্মা
কি কারণে ছড়িয়ে যাও এত উষ্মা?
যেখানে নকশিকাঁথা উদার হতে বলে
সেখানে কেন ছড়ালে এত হিংসা।
যে ভাষায় তুমি মাকে ডেকেছ
''তোমার পরে ঠেকায় মাথা"
সেই মায়ের চোখেই জল ঝরালে
তাকেই দিলে বিষম ব্যথা।
ভাইয়ের বুকে ঝরিয়ে দিয়ে রক্ত
হতে চাও কার ইশারায় পরম ভক্ত।
যে আগুন তুমি ছড়াতে চাও
সেই আগুনে তুমিও যে পুড়ে যাবে।
একদিন পায়রা উড়িয়ে বলেছিলে
পৃথিবী জুড়ে ছড়িয়ে দেবে শান্তির বার্তা।
সেই তুমি নিশ্চুপে দেশ বাঁচাতে চাও
হাহাকারে শুন্য হবে জমা খরচের খাতা।
দোয়েলের শিষ শুনতে যদি চাও
সবুজ মাটিতে লাল সূর্যের গান গাও।
মনের যত অন্ধকার দাও সরিয়ে দাও
ভাঙ্গনের নয় বাঁচার মন্ত্রে দীক্ষা নাও।