আলো আঁধারের খেলা চলে এই ভুবনে
এই হাসি এই কান্না ক্ষয় ক্ষতি লাভ জীবনে।
সব হিসাব ফুরিয়ে যায় সেই শ্বাশত মরনে
সৃষ্টির পথ রুদ্ধ আতঙ্কে রহো প্রলয় নাচনে
জীবনের গান দহনে হয়েছে ক্ষিপ্ত
প্রলয়ের নটরাজ এখনও কী হওনি তৃপ্ত।
এরপর যে একে একে সৃষ্টির হবে লয়
সব ধ্বংস হলে কে দেবে তব পরিচয়।
সৃষ্টির গান গাহি যখন তখন
ধ্বংস যে তাহারি আর এক রূপ।
ভুলে যাই লোভ আর লালসায়
তাই ধ্বংসের মাতনে থাকি নিশ্চুপ।
সৃষ্টি বলে এতদিন কোথায় ছিলে
যখন দিনে দিনে বাড়িয়ে দিয়েছ দূষণ।
এখন দ্যাখ কত মজা কত জ্বালা
আমি ও হয়েছি কঠিন নটরাজ ভীষণ।
তুমি সুন্দর সুন্দরতম হয়ে এসো
এই পৃথিবী তোমারই চিন্ময়ী হয়ে এসো।
গান গাও মেঘমল্লারে বৃষ্টির সুর ঝঙ্কারে
মৃত সঞ্জীবনী দিয়ে বাচাও পৃথ্বী মুমূর্ষুরে।