জীবনের সকল কাজে রয়ে গেছো
সুখে দুঃখে বিরহে বাঁচিয়ে বাঁচো।

সেটা বৃষ্টির সুরে মেঘ মল্লারে
আগুনের শিখায় দীপকের তানে
বুকের আঁধারে বেহাগ মালকোষে
হিল্লোল বিলাবল নয়নের বানে।

সন্ধ্যার অঞ্জলি ইমনের বাহারে
হৃদয়ের অরণ্যে বসন্ত বাহারে
পলাশের রঙে তুলে দিয়ে ঝঙ্কার
থাকো মিশে আকার নিরাকার।