যদি সে ফিরে আসে মায়ের কান্নায়
যদি সে বোনের ফুঁপিয়ে ওঠা চোখের জলে
ফিরে এসে বলে -আর কেঁদোনা মা
আমি ফিরে এসেছি।
বোনের দুচোখ দুহাত দিয়ে চেপে বলে
বল দেখি আমি তোর কে হয়?
বিশ্বাসের সাগরে উজান ঢেউ তখন মাতোয়ারা।
মা বলবে দরকার নেই অমন চাকরি
তুই আমার চোখের মণি থাক তুই
আমার কোল আলো করে বেঁচে থাক বাছা।
বোন বেণী দুলিয়ে জড়িয়ে বলবে
আমার সোনা ভাই এমনি করে সাথে থাক।
আমি তোকে রাখি পরাব
কপালে তোর ফোঁটা দেব
মন্ত্র পড়ব যমের দুয়ারে যেন পড়ে কাঁটা।
খিদে পেলে খাব একবেলা
আনন্দে হেসে গেয়ে বাঁচবো সারাবেলা।
***আজকের কবিতা কবি অবিরুদ্ধ মাহমুদের সৌজন্যে প্রকাশ করলাম।