ওরে তোরা আছিস কোথায় কাছে দূরে
আয়রে ছুটে আয়রে।
রাত ফুরালেই আসবে সেদিন
খুশির সীমা নাইরে।
নতুন দিনের বাজনা বাজে
আকাশ নীলে আলোর ধ্বজা ওড়ে
এখনও কি থাকবি সবাই ঘরে।
দিক দিগন্তে নতুন সূর্য
পূবের আকাশ লাল করে।
গাজন গানে মাতন লাগে
দেখবি যদি আয়রে। আয়রে ছুটে আয়রে।
মাঠে কত লোক জুটেছে
দীঘির জলে ফুল ফুটেছে
সবুজ ঘাসে হিম পড়েছে
দলবি যদি পায়ে পায়ে । আয়রে ছুটে আয়রে।
যে গেছে সে চলে গেছে
তাঁর ভাবনা আজ কেন?
সরিয়ে রেখে দুঃখের দিন
আজ বরন করবো নতুন দিন।
ফাগুনের এই আগুন গানে
নাচবি যদি আয়রে। আয়রে তোরা আয়রে।