তোমায় পাবো বলে
আমি নিজেকে নতুন করে সাজাই।
এই যে মুকুল ধরেছে গাছে গাছে
এই যে বনের পলাশ হয়েছে লাল
এই যে প্রজাপতি মন বেড়ায় উড়ে উড়ে
এই যে ঘাসের ডগায় মুক্তো শিশির
জমির ফসলে দোলা মদুর সুবাসে ভরা।
তোমায় নিবিড় করে পাবো বলে
আমার এত আয়োজন।

তোমায় পাবো বলে
সাথে সাথে এনেছি আগুনের ফাগুন।
সজনে ফুলের মধু মিষ্টি আলাপনে।
বসন্ত দূতকে বলেছি সময় হলে
ছড়িয়ে দেবে মাঝে মাঝে সেই বার্তা।
ধামসার তালে তালে নাচবে জঙ্গল মানবী
নিবিড় ভালবাসা কথায় সুর বেঁধেছি।
তোমায় নিবিড় করে পাবো বলে
আমার এত আয়োজন